ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি

Nasir Uddin | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৫, ১৬:৫২

ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। পাশাপাশি যোগ দিয়েছে বিজিবি ও সেনাবাহিনী। এর আগে শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে প্রথমে ছয় টি ও পরে মোট ১২ টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, হাজারীবাগ বাজারের একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও সাতটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে স্কাইলিফট। আর পানির ঘাটতি মেটাতে ওয়াসা থেকে পানির গাড়ি আনা হয়েছে।

সরেজমিন ঘটনাস্থল ঘুরে দেখা যায়, সাত তলা ভবনের ৫ তলায় আগুন লেগেছে। ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে পুরো এলাকা। এবার সে আগুন ছড়িয়ে পড়েছে ওই ভবনের ৬ষ্ঠ ও ৭ম তলায়। এতে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মাঝে। এরইমধ্যে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি চামড়ার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top