ভোটের অনিয়ম ঠেকাতে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে: সিইসি
Nasir Uddin | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৫, ১৪:৫৪
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, মানুষের ভোটের অধিকার হারানোর আক্ষেপ ঘোচাতে চায় নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করে কারচুপিসহ সব অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনকালে এ আহ্বান জানান সিইসি।
এসময় তিনি বলেন, ৫ আগস্টের বিপ্লব আমাদের সুযোগ এনে দিয়েছে। ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
সিইসি বলেন, যেদিন মানুষ নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে আমরা সেদিন মনে করবো ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে।
তিনি বলেন, ভোটের দিন কেউ যাতে কেন্দ্র দখল না করতে পারে তা নিশ্চিত করা হবে। সব ধরনের অনিয়মের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আওয়ামী লীগ শাসনামলের নির্বাচনগুলোতে অনিয়ম ও কারচুপির অভিযোগের পাশাপাশি প্রশ্ন ছিল ভোটার তালিকা নিয়েও। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন কমিশন শুরু থেকেই স্বচ্ছ ভোটার তালিকা তৈরির কথা বলে আসছে। এর অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে ইসি।
২০০৮ সালের ১ জানুয়ারি অথবা এর আগে জন্মগ্রহণকারী এবং বিগত হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের তালিকাভুক্ত করা হবে। মৃতদের বাদ দিতে তথ্য সংগ্রহ করা হবে।
ভোটার তালিকা হালনাগাদে যেন ত্রুটি না হয়, সে বিষয়ে সতর্ক করেন নির্বাচন কমিশনাররা। তারা বলেন, সুষ্ঠু ভোটের জন্য স্বচ্ছ ভোটার তালিকা অপরিহার্য।
সিইসি বলেন, ভোটের নামে প্রহসন চায় না কমিশন। তবে অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জনগণের সহযোগিতা চান তিনি।
ভোট নিয়ে মানুষের অনীহা দূর করতে কমিশন বদ্ধপরিকর উল্লেখ করে সিইসি বলেন, ভোটার তালিকা স্বচ্ছতায় নাগরিকদেরও সচেতন হতে হবে।
বিষয়: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সিইসি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচন কমিশন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।