দেশে অবৈধভাবে বাস করা বিদেশির সংখ্যা ৩৩ হাজার: স্বরাষ্ট্র উপদেষ্টা
Nasir Uddin | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৫, ১৭:৩৩
দেশে এখনো ৩৩ হাজার ৬৪৮ জন অবৈধ বিদেশী রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
উপদেষ্টা বলেন, দেশে গত ৩০ অক্টোবর পর্যন্ত অবৈধ বিদেশী নাগরিকের সংখ্যা ছিল ৪৯ হাজার ২৬৬ জন। তবে ১৮ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬৪৮ জন। তবে ১৮ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬৪৮ জন।’
উপদেষ্টা আরও বলেন, ‘গত ১৪ জানুয়ারি পর্যন্ত অবৈধ বিদেশি নাগরিকদের থেকে ১০ কোটি তিপ্পান্ন লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’
গত ২৬ ডিসেম্বর অবৈধভাবে থাকা বিদেশি নাগরিকদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সময়সীমার মধ্যে বৈধ না হলে অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তি ও জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত ৮ ডিসেম্বর অবৈধ বিদেশিদের ব্যাপারে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা তাদের সময়সীমা বেধে দিয়েছি। নির্ধারিত সময় অতিবাহিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসব অবৈধ বিদেশিদের যারা কর্মসংস্থান করে দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ রয়েছে, কাজ করার অনুমতি না নিয়ে কোনো ধরনের বাধা ছাড়াই অনেক বিদেশি নাগরিক বাংলাদেশে অবস্থান কিংবা কর্মরত। আইনি দুর্বলতা ও বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের সমন্বিত কোনো তথ্যভান্ডার না থাকায় তারা এ সুযোগ পাচ্ছে।
বাংলাদেশে থাকা বিদেশিদের মধ্যে বেশিরভাগই ভারতীয়। বিদেশি এসব নাগরিকের অনেকে নানা অপরাধের সঙ্গে জড়াচ্ছেন। আবার অবৈধ অবস্থানকারী এসব বিদেশিদের একটা বড় অংশ পোশাকখাতসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।