বৃহঃস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

নির্বাচনী সব এজেন্টদের প্রশিক্ষণ দিতে চায় ইউএনডিপি

Nasir Uddin | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৫, ১৭:৪২

ছবি: সংগৃহীত

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব প্রার্থীর এজেন্টদের প্রশিক্ষণে সহায়তা দিতে চায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নির্বাচন ভবনে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ।

সচিব বলেন, ‘১০ দিন পর এসে আজকে একটা ফিডব্যাক দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের সঙ্গে কথা বলেছে তারা। সরেজমিন দেখেছে৷ এর ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছে আমাদের কিছু সহযোগিতা করবে৷ কিছু লজিসটিকস যেটা ক্যামেরা, কম্পিউটার, হার্ডওয়্যার, আরেকটা জিনিস হচ্ছে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেবে৷’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের বৃদ্ধির কথা সামনে এনে তিনি বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতা আরও কীভাবে বাড়ানো যায়, যাতে নির্বাচনী ফলাফল দ্রুত দেওয়া যায়, সুশীল সমাজের অংশগ্রহণ, যুব সমাজের সচেতনতা বৃদ্ধি এবং তাদের দায়িত্বটা কি, সীমানা পুনর্নির্ধারণে কতটা কি করা যেতে পারে এসব দেখা হবে।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘দলগুলোর সঙ্গে প্রশিক্ষণ নয়। তবে ভোটকেন্দ্রে যিনি দলের থাকবেন তার সঙ্গে যদি আমরা একসঙ্গে কাজ করতে পারি তাহলে ভালো ফল পাবো।’

তিনি আরও বলেন, ওরা নারী অংশগ্রহণের বিষয়ে বলেছেন। আমরা বলেছি যে এজন্য ঘরে ঘরে গিয়ে ভোটার করছি। এখন ভোটকেন্দ্রে তো তারাই যাবেন। এজন্য আমরা সব সময় উৎসাহ জানাচ্ছি, যাতে তারা অংশগ্রহণ করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতা আরও কীভাবে বাড়ানো যায়, যাতে নির্বাচনী ফলাফল দ্রুত দেওয়া যায়, সুশীল সমাজের অংশগ্রহণ, যুব সমাজের সচেতনতা বাড়ানো, যে তাদের দায়িত্বটা কী, এসব নিয়ে কথা হয়েছে। এছাড়া সীমানা পুনর্নির্ধারণে কতটা কী করা যেতে পারে, তা নিয়েও কথা হয়েছে। আমরা বলেছি যে কোনো কিছু বন্ধ রাখিনি। একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা করা দরকার আমরা করছি।

এ সময় ইসি সচিব আখতার আরও জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top