শাহবাগে আটকে দেয়া হলো প্রাথমিক শিক্ষকদের মিছিল
Nasir Uddin | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৫, ১৭:৩৮
রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সহকারী শিক্ষকদের মিছিল আটকে দিয়েছে পুলিশ। বেতন কাঠামো ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা নিয়ে যাচ্ছিলেন শিক্ষকরা।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর জাতীয় শহীদ মিনারে আয়োজিত ‘শিক্ষক সমাবেশ ২০২৫’ থেকে মার্চ ফর ১০ম গ্রেড আদায়ে বিকেল ৩টা ৪০ মিনিট নাগাদ শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করা হয়। পরে বিকেল ৪টা ৩ মিনিট নাগাদ মিছিলটি রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে পৌঁছালে সেখানে ব্যরিকেড দিয়ে আটকে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ সময় আন্দোলনরত শিক্ষকদের এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এর আগে সকাল ১০টা থেকে একই দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন তারা। ভোর থেকেই দেশের বিভিন্ন জেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা এসে জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে।
বিষয়: রাজধানী শাহবাগ সহকারী শিক্ষক ১০ম গ্রেড প্রধান উপদেষ্টা বাসভবন পদযাত্রা শহীদ মিনার শিক্ষক সমাবেশ ২০২৫ শিক্ষক সমাবেশ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।