'শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে'

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২১, ২২:০৪

'শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে'

জাতীয় সংসদে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন , শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে সমাপনী ভাষণে এই আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় সভাপতিত্ব করছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, 'শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। মুজিবের বাংলায় কেউ গৃহহীন থাকবে না। ইতোমধ্যে ৭০ হাজার গৃহহীনকে ঘর দেওয়া হয়েছে। আরও একলক্ষ ঘর নির্মাণের কাজ চলছে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই ঘরগুলো হস্তান্তর করা হবে।'

রেওয়াজ অনুযায়ী অধিবেশনে সংসদ নেতার সমাপনী বক্তব্যের আগে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা। এবারের অধিবেশনে একদিনও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরকে দেখা যায়নি। জি এম কাদের করোনা আক্রান্ত হলেও এখন তিনি করোনামুক্ত।

সমাপনী ভাষণে শেখ হাসিনা বিরোধীদলীয় নেতার অনুপস্থিতির কথা তুলে ধরে বলেন, 'এই অধিবেশন করোনার সময়ে চলছে। যার জন্য হয়তো সকল সংসদ সদস্যকে একই সঙ্গে আনা সম্ভব হচ্ছে না। আমাদের বিরোধীদলীয় নেতার এখানে আসার কথা ছিল। কিন্তু তাঁর বাসায় একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে তিনি জনগণের কথা চিন্তা করে এখানে আসেননি। আমরা তাঁর বক্তৃতা শুনতে পারলাম না এজন্য আমি দুঃখিত, কিন্তু তাঁর ভেতর যে জনগণের প্রতি কল্যাণমূলক চিন্তা তাঁর জন্য তাকে ধন্যবাদ। তিনি আসলে ভালো হতো আমরা তাঁর বক্তব্যও শুনতে পেতাম।'

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top