বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

Nasir Uddin | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:১৬

ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব মাওলানা জুবায়েরের অনুসারীদের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) প্রথম পর্বের আখেরি মোনাজাতের পর আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) শুরু হয় দ্বিতীয় পর্ব। বাদ ফজরের আম বয়ানের মাধ্যমে দ্বিতীয় ধাপের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। যা চলবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

এরপর আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।

এর আগে রবিবার গভীর আকুতিপূর্ণ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রাজধানীর পাশেই টঙ্গীর তুরাগ নদের তীরে গভীর ভাবাবেগপূর্ণ পরিবেশে ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত হয় আকাশ-বাতাস।

এ পর্বেও মাওলানা জুবায়েরের অনুসারীরা অংশ নিয়েছেন। তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম দলের আয়োজনে দ্বিতীয় ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা রাত থেকেই ময়দানে আসতে শুরু করেন।

দ্বিতীয় ধাপের ইজতেমায় বিশ্বের ৭২ দেশ থেকে ৩ হাজার ২৫৬ মুসল্লি অংশগ্রহণ করেছেন ইজতেমার এই ধাপে। সেইসঙ্গে দেশের ২২টি জেলা থেকে দলে দলে তুরাগ তীরে আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জেলাগুলো হলো মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাংগাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ, বান্দরবন জেলা।  এছাড়া যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুরসহ ঢাকার আশপাশ থেকেও অংশ নিচ্ছেন বহু মুসল্লি।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, এবার ইজতেমায় পোশাকধারী পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাত হাজার সদস্য মোতায়েন রয়েছেন। ময়দান এলাকায় র‌্যাবের হেলিকপ্টার টহল ছাড়াও বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড থাকবে। সাদা পোশাকে প্রচুর পরিমাণ নিরাপত্তা সদস্য রেখেছি। এ ছাড়া ১৬টি ওয়াচ টাওয়ার থেকে বাইনোকুলার দিয়ে পুরো মাঠ দেখা হচ্ছে। ১৫টি সাব কন্ট্রোল কক্ষ স্থাপন করা হয়েছে, সাব কন্ট্রোল কক্ষে যেকোনো রিপোর্ট করলে দ্রুত ব্যবস্থা নিতে পারবো।

তিনি আরও বলেন, পুরো মাঠ ৩৩৫টি সিসি ক্যামেরার আওতাধীন রয়েছে, ৩৫টি রুফটফ, স্থির ব্রিগেড ৫৩টি, ২০টি মোবাইল পার্টি সার্বক্ষণিক ডিউটিতে থাকছে, ২০টি চেকপোস্টের মাধ্যমে তল্লাশি করা হচ্ছে যেন কোনো দুষ্কৃতকারী ময়দানে প্রবেশ করতে না পারে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top