হাসিনা বিন নিয়ে যা বললেন আসিফ ও শফিকুল, তোলপাড় দেশ
রাজীব রায়হান | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৫, ১৮:০৮
বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ ডাস্টবিন স্থাপন করে দেশজুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মেলার প্রথম দিন প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই ডাস্টবিনে ময়লা ফেলার ছবি পোস্ট করেন। এবং ক্যাপশনে লেখেন, শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে ডাস্টবিনে জঞ্জাল নিক্ষেপ।
সেই ছবি তিনি ফেসবুকে পোস্ট দিলে নানা আলোচনার জন্ম দেয়। অবশেষে বিষয়টি নিয়ে রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন শফিকুল আলম।
তিনি লিখেছেন, শনিবার একুশে বইমেলা থেকে দেওয়া আমার ফেসবুক পোস্ট নিয়ে অনেক হইচই হয়েছে। তাই আমি একবারেই সবকিছু পরিষ্কার করে দিতে চাই।
ধারাবাহিকভাবে পয়েন্ট আকারে নিজের ব্যাখ্যা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেছেন, দীর্ঘ ১৫ বছর ধরে নৃশংস একনায়কতন্ত্র চাপিয়ে দেওয়া, মানবতাবিরোধী গুরুতর অপরাধ এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা দলের বিরুদ্ধে অন্তর্র্বতীকালীন সরকারের অবস্থান দৃঢ় ও অনমনীয়, যা হওয়াই স্বাভাবিক।
এরপর মেলার দ্বিতীয় দিন নিজের ফেসবুক প্রোফাইলে ওই ডাস্টবিনে ময়লা ফেলার ছবি পোস্ট করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবির ক্যাপশনে তিনি লেখেন, নগরবাসী, যেখানে-সেখানে ময়লা ফেলবেন না, উপযুক্ত স্থানে ফেলুন। তিনি বই মেলায় বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের স্টলে গিয়ে লিখেন, হাসিনা বিনের জন্য ধন্যবাদ এবং প্রকাশনা এবং সুভ্যেনির গুলো ভালো হয়েছে।
বিষয়: শেখ হাসিনা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শফিকুল আলম প্রেস সচিব বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন সাবেক প্রধানমন্ত্রী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।