বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সেই চিঠিতে তিনি কী লিখেছেন সেটি জানতে দেশবাসীর আগ্রহের শেষ নেই। তো চলুন জানা যাক, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কী লিখলেন শেহবাজ শরীফ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী চিঠিতে লিখেছেন, আপনার অসুস্থতার কথা শুনে আমি গভীরভাবে উদ্বিগ্ন এবং আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। শেহবাজ শরিফ লেখেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক উজ্জ্বল ব্যক্তিত্ব আপনি। জনসেবার প্রতি আপনার অটল নিষ্ঠা ও অবদান অনুপ্রেরণা হয়ে রয়েছে অসংখ্য মানুষের জন্য। আমি আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। পরম করুণাময় আল্লাহ আপনাকে সকল রোগ-বালাই থেকে রক্ষা করুন এবং সুস্বাস্থ্য দান করুন।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন। গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন তিনি। যুক্তরাজ্যে পৌঁছার পর লন্ডন ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় এখন দিন কাটাচ্ছেন বেগম খালেদা জিয়া।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।