২০২৬ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

Nasir Uddin | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:৩২

ফাইল ছবি

২০২৬ সালের ৫৯তম বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা করেছে শুরায়ে নেজাম। এর মধ্যে প্রথম ধাপ হবে ২ থেকে ৪ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপ হবে ৯, থেকে ১১ জানুয়ারি। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, আজ দুপুরে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগের আমির ও শুরায়ে নেজামের মুরব্বি মাওলানা জোবায়ের। 

এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে তুরাগতীর মুখরিত হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। পাশাপাশি বিশ্ব শান্তির জন্য তারা দোয়াও করেন।

এদিকে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ইজতেমার অনুমতি পেয়েছেন সাদপন্থীরা। তবে তারা আগামী বছর টঙ্গীতে আর ইজতেমা করার সুযোগ পাবেন না। এই শর্তেই তাদের এবারের ইজতেমা করার অনুমতি দেওয়া হয়েছে।

তাবলিগ জামাতে দীর্ঘদিন ধরেই বিরোধী চলছে। গত ১৮ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো রক্তাক্ত হয় টঙ্গীর ইজতেমা ময়দান। গভীর রাতে সাদপন্থীদের হামলায় শুরায়ি নেজামের তিনজন মুসল্লি নিহত হন। আহত হন শতাধিক।

এ ঘটনায় সাদপন্থীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হওয়ায় তারা অনেকটা বেকায়দায় পড়ে। এবার তারা জোড় ইজতেমাও করতে পারেনি। ইজতেমা আয়োজনের সুযোগও পেয়েছে কড়া শর্তে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top