বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

৪৪তম বিসিএসের ভাইভা পেছালো পিএসসি

বার্তা বিভাগ | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:৪৯

ফাইল ফটো

৪৪তম বিসিএসের পরিবর্তিত মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে এ পরীক্ষা শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদসমূহের প্রার্থীদের মধ্যে ৯০০ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীর মৌখিক পরীক্ষা ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হবে।


এর আগে, গত ২৪ ডিসেম্বর পিএসসির প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, গত ৫ জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল।

২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরে ২০২২ সালের ২৭ মে দেশের আটটি বিভাগীয় শহরে প্রিলিমিনারি পরীক্ষা হয়। এ পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় দিয়েছিলেন ২ লাখ ৭৬ হাজার ৭৬০ জন। অনুপস্থিত ছিলেন ২১ শতাংশ প্রার্থী।


৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১৫ হাজার ৭০৮ জন। এরপর ২০২৪ সালের ৩ এপ্রিল ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১১ হাজার ৭৩২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top