হাসিনার বক্তব্যে ‘ভারতের দায় নেই’, বাংলাদেশের দূতকে পাল্টা তলব

Nasir Uddin | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৩:৫৮

ফাইল ছবি

আবারও বাংলাদেশ দূতকে তলব করল ভারত। দিল্লিতে বসে শেখ হাসিনার মন্তব্য তাঁর ব্যক্তিগত ও এর সঙ্গে দিল্লির কোনো সম্পৃক্ততা নেই বলে দূতকে জানানো হয়েছে। শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ‘বাংলাদেশ নেতিবাচকভাবে ভারতকে চিত্রিত করছে’ বলেও দিল্লির পক্ষ থেকে অভিযোগ করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য একান্ত তাঁর ব্যক্তিগত; এর সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। তাঁর এসব বক্তব্যের সঙ্গে ভারতের অবস্থানকে মিশিয়ে দেখা, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচকতায় সাহায্য করবে না। যদিও ভারত সরকার পরস্পরের জন্য উপকারমূলক সম্পর্কের জন্য প্রচেষ্টা করবে। সেই সঙ্গে ভারত আশা করে, বাংলাদেশ পরিবেশকে নষ্ট না করে একইভাবে প্রতিদান দেবে।

এদিকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনার বক্তব্যগুলো তার একান্ত ব্যক্তিগত, এতে ভারতের কোনো ভূমিকা নেই।

এসময় তিনি বলেন, 'ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে তলব আজ বিকেল ৫টায় বিদেশ দপ্তরের সাউথ ব্লকে তলব করা হয়েছিল।

তিনি বলেন, 'তাকে জানানো হয়েছে যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক চায়, যা সাম্প্রতিক উচ্চ-পর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার বলা হয়েছে।'

মুখপাত্র আরও বলেন, 'তবে দুঃখজনক যে বাংলাদেশের কর্তৃপক্ষের একাধিক বিবৃতিতে ভারতকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে এবং তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য আমাদের দায়ী করা হয়েছে। বাংলাদেশের এই বিবৃতিগুলো ধারাবাহিক নেতিবাচকতার জন্য দায়ী।'

রণধীর জয়সওয়াল বলেন, 'শেখ হাসিনার মন্তব্যগুলো তার একান্ত ব্যক্তিগত, এতে ভারতের কোন ভূমিকা নেই। বিষয়টিকে ভারত সরকারের অবস্থান হিসেবে বিবেচনা করলে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো ইতিবাচক পরিবর্তন আসবে না।'

তিনি বলেন, 'ভারত সরকার একটি পারস্পরিক কল্যাণকর সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টা চালাবে। তবে আমরা আশা করি, বাংলাদেশও একইভাবে সাড়া দেবে এবং এই পরিবেশকে ব্যাহত না করে উপযুক্ত প্রতিদান দেবে।'




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top