পুলিশ ও প্রশাসনের ৯০ ভাগ আওয়ামী লীগ!

প্রথমে ড. ইউনূস সরকার, পরে বিএনপির বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা

রাজীব রায়হান | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:৩৫

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর দেশজুড়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তার প্রভাব পড়েছে পুলিশে ও জনপ্রশাসনেও। নিস্ক্রিয়তা নিয়েও নানা মহলে প্রশ্ন ওঠে। এসবের মধ্যে আগুনে ঘি ঢাললেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

একটি ভার্চুয়াল মিটিংয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। তিনি দাবি করেছেন, পুলিশের ও প্রশাসনের ৯০ ভাগই আওয়ামী লীগের সমর্থক এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তার এই বক্তব্যে তিনি জানান, সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা চলছে এবং তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য পরিকল্পনা হচ্ছে।

বেনজীর আহমেদ বলেন, তাদের সাথে যোগাযোগ রেখে প্ল্যান করা হচ্ছে। আপাতত ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, তবে সরকারের অসহযোগিতা করা এবং ব্যর্থ করে তাড়াতাড়ি নির্বাচন আয়োজনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা হবে। এরপর বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করে বিএনপিকে হটানোর পরিকল্পনা রয়েছে।

এই বক্তব্যের পর আসিফ শুভ্র নামে একজন তার ফেসবুকে শেয়ার করে লেখেন, আইসো বিদ্রোহ করতে। যা আরো উত্তেজনা সৃষ্টি করেছে। এক পোস্টে তিনি দাবি করেছেন, আ.লীগ পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হামলার ছক কষছে। তার কাছে কিছু তথ্য-প্রমাণ এসেছে বলেও জানিয়েছেন তিনি।

তিনি তার অনুসারীদের উদ্দেশে লিখেছেন, উসকানীগুলা কুল হেডে অবজার্ভ করুন। আগ বাড়ায়া কোনো কিছু করার প্রয়োজন মনে করিনা , গায়ের উপ্রে আসলে শ্যাঁডা একদম ভেঙ্গে দিবেন , এর আগে না। আসিফ আরও লিখেছেন, বিপ্লবকে ম্লান করার চক্রান্ত চলমান, লাভ হবেনা । তাগো হিটলারী ধরার মতো বুদ্ধি আমগো আছে।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top