উত্তাল গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি
Nasir Uddin | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৫, ২০:১৬
গাজীপুরে ডিসি কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি করা হয়েছে। এ সময় মোবাশশির হোসাইন নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোবাশশির হোসাইন গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী। তাকে শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এ গুলি ছুড়েছে।
গুলিবিদ্ধ মোবাশশির হোসাইন গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী। তিনি জানান, তাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণার পর আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার ডান হাতে এসে লাগে।
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহাম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মঞ্জুর মোর্শেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, মোবাশ্বেরের হাতে যেটার আঘাত লেখেছে সেটা গুলি সাদৃশ্য কোনো বস্তু। পরীক্ষা নিরীক্ষার পর বলা যাবে এটি আসলে কি। তবে দেখে মনে হচ্ছে প্রাথমিকভাবে এটা গুলিবিদ্ধ।
এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ঘটনা সংবাদ পাওয়ার পর আমরা আমাদের দায়িত্ব অনুযায়ী কাজ শুরু করেছি। আমাদের একজন কর্মকর্তা হাসপাতালে ভুক্তভোগীর আঘাতপ্রাপ্ত স্থানটি দেখেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাশ্বেরের হাতে যেটা লেগেছে সেটা গুলি নয়, পাথর বা এ ধরনের কোনো বস্তু হতে পারে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।