কেন কেবল সৌদিতেই মানসিক প্রশান্তি খুঁজে পান অহনা, জেনে নিন
রাজীব রায়হান | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:৪৬
![ছবি: সংগৃহীত](https://www.newsflash71.com/pmanager/অহনা____newsflash71-20250213164630.jpg)
মডেলিং দিয়ে ক্যারিয়ায়ের শুরু, এরপর কাজ করেছেন টেলিভিশন নাটকে। বহুমাত্রিক অভিনয়ের দক্ষতা রয়েছে তার। কখনও শহরের মর্ডান মেয়ে তো কখনও গ্রামের সহজ-সরল প্রাণচঞ্চল নারী। বলছি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমানের কথা।
ক্যারিয়ারে এরইমধ্যে বেশ কিছু হিট নাটক উপহার দিয়েছেন তিনি। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব অহনা। মাঝে মধ্যেই ভক্তদের সঙ্গে নানান মতামত কিংবা ছবি শেয়ার করেন অভিনেত্রী। এবার ওমরাহ নিয়ে কথা বলেছেন অহনা।
কিছুদিন আগেই ওমরাহ পালন করেছেন তিনি। ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন এ অভিনেত্রী। এরপর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। যেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন।
সেখানেই এক প্রশ্নের জবাবে অহনা বলেন, এরপর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। যেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। সেখানেই এক প্রশ্নের জবাবে অহনা বলেন, ‘যারা কখনো হজ বা ওমরাহ করতে যায়নি, তারা বুঝবে না এই অনুভূতিটা কেমন। তবে আমার গুসবাম্পস হয়েছে।
অহনা জানালেন, মানসিক প্রশান্তির জন্য তিনি আবারও সৌদিতে যেতে চান। অভিনেত্রীর কথায়, ‘আমি আবারও ওমরাহতে যেতে চাই। এবারও হয়তো যাব। কারণ আমার অনেক ভালো লেগেছে।’
অভিনেত্রী আরও বলেন, ‘আমি যদি কখনো একটু রিল্যাক্স থাকতে চাই, একা থাকতে চাই বা মানসিক প্রশান্তির খোঁজ করি, তাহলে সৌদিতেই যেতে চাই। কারণ এত সুন্দর জায়গা, আমার ওমরাহর কয়েকদিনে মন ভরেনি।’
এর আগে গত মাসে ফেসবুকে ওমরাহ পালনের ছবি পোস্ট করেন অহনা রহমান। ছবিতে দেখা যায়, কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। ছবি পোস্ট করে তিনি বলেছিলেন, এই অনুভূতির কোনো তুলনা হয় না। এখন বুঝলাম, আল্লাহ কেন মানুষের পরীক্ষা নেন। বিশ্বাস ও ইমান আরও দৃঢ় হলো।
বিষয়: সৌদি মানসিক প্রশান্তি অহনা রহমান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।