রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

কনটেন্ট ক্রিয়েটর ওমরের অনুপ্রেরণামূলক গল্প, স্বপ্নকে ছাড়েননি

রাজীব রায়হান | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৫

ছবি: সংগৃহীত

বিনোদন জগতে অল্প সময়েই জনপ্রিয়তা পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ওমর। গত পাঁচ বছর ধরে নিজের সৃজনশীল কাজের মাধ্যমে লাখো দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, বিশেষ করে শিশু ও তরুণদের মাঝে তার কনটেন্ট বেশ জনপ্রিয়।

ওমর গত পাঁচ বছর ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসছেন। তিনি মজার ভিডিও, ব্লগ এবং শর্ট রিলস তৈরি করেন, যা সব বয়সের মানুষ পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা তার কনটেন্ট খুব উপভোগ করে।

সোশ্যাল মিডিয়ায় ওমরের জনপ্রিয়তা বেশ ভালো। ওমরের ফেসবুক পেজ Ordinary Omor-এ ৬.৫ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে, যা তার কনটেন্টের জনপ্রিয়তা ও দর্শকদের ভালোবাসার প্রমাণ। ইনস্টাগ্রামে (@its.omor) তার ফলোয়ার সংখ্যা ৬ লক্ষের বেশি, যেখানে তিনি নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করেন।

এছাড়া, ইউটিউবে তার ৩.৫ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তিনি মুভি চরিত্র নিয়ে কনটেন্ট তৈরি করেন, রিভিউ দেন এবং শর্ট ভিডিও বানান। তার ইউটিউব চ্যানেলের নাম Omor on Fire।

ওমরের যাত্রাটা সহজ ছিল না। তিনি ৮টির বেশি ফেসবুক পেজ হারিয়েছেন এবং বন্ধুদের সঙ্গে সমস্যা হওয়ার কারণে ২ মিলিয়ন সাবস্ক্রাইবারের একটি ইউটিউব চ্যানেল ছেড়ে দিতে হয়েছিল। এছাড়া, তিনি তিনটি ইউটিউব চ্যানেল ছেড়ে দিয়ে নতুন করে শুরু করতে বাধ্য হন।

ওমর বলেন, এই পথচলা একদম সহজ ছিল না। কনটেন্ট ক্রিয়েশন অনেক কঠিন, কারণ যখন আপনি জনপ্রিয় হতে থাকবেন, তখন কিছু মানুষ ইচ্ছে করে আপনাকে ফেক কপিরাইট দিয়ে সমস্যায় ফেলবে। কিন্তু আমার দর্শকরা আমার পাশে আছে, ভালোবাসা দিচ্ছে, এটাই আমার সবচেয়ে বড় শক্তি।

ওমর তার মা ও নানির কাছে বড় হয়েছেন। অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে থেকেও তিনি নিজের স্বপ্নকে ছাড়েননি। তার কনটেন্ট তৈরি করার প্রতি ভালোবাসা তাকে সবসময় সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে।

ভবিষ্যতে, ওমর কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি একজন সফল ব্যবসায়ী হতে চান। তিনি এখন পর্যন্ত কোনো শোরুম বা ব্যবসাপ্রতিষ্ঠান উদ্বোধনে যাননি, কারণ তার স্বপ্ন একদিন নিজের ব্যবসাপ্রতিষ্ঠান উদ্বোধন করা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top