বৃহঃস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

Nasir Uddin | প্রকাশিত: ৫ মার্চ ২০২৫, ১২:৫৯

ফাইল ছবি

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। মিয়ানমার-ভারত সীমান্তের কাছাকাছি এর উৎপত্তি বলে প্রাথমিকভাবে জানা যায়। বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে মিয়ানমার-ভারত সীমান্তের ২৯৪ কিলোমিটারের মধ্যে এর উৎপত্তি হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৬।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মনিপুরের রাজধানী ইম্ফ‌লের কাছাকাছি ইয়ারিপক এলাকা ইয়ারিপক থেকে ৪৪ কিলোমিটার পূর্বে হওয়া এই ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৪৯ কিলোমিটার। ভূমিকম্পের মাত্রার ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৬।

এদিকে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গত ১০ দিনে চারবার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলো।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top