আবারও দাবি এক, দফা এক সুরে বাংলাদেশ। ফের ধর্ষণে প্রতিবাদে সোচ্চার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণসহ দেশের নানা প্রান্তে ধর্ষণের প্রতিবাদে উত্তাল বিক্ষোভে সরব হন তারা।
শনিবার মধ্যরাতের ঘটনা। বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে ধর্ষণের বিরুদ্ধে সরব হন প্রতিবাদীরা। ওঠে প্রতিবাদের ঝড়। তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবি জানান।
রাত ১টায় রাজু ভাস্কর্যে অবস্থান নেন শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যে এসে অন্যান্য হলের শিক্ষার্থীরা যোগ দেন। এ সময় তারা ধর্ষকদের গদিতে, আগুন জ্বালো একসাথে, উই ওয়ান্ট জাস্টিস, হ্যাঙ্গ দ্যা রেপিস্ট, চব্বিশের বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দেসহ স্লোগান দিতে থাকেন।
ইউনুস সরকারের প্রতি আল্টিমেটাম দিয়ে ধর্ষণে অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাঁরা জানান, আগামী ২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকারকে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
এর আগে, শনিবার সন্ধ্যা সাতটায় ধর্ষকদের প্রকাশ্য ফাঁসির দাবি জানিয়ে রোকেয়া হলের শিক্ষার্থীরা মশাল মিছিল করেন। শিক্ষার্থীরা ধর্ষকদের প্রকাশ্য মৃত্যুদণ্ডের দাবিতে সরব হন তারা। ধর্ষণের জড়িতদের বিচার নিশ্চিত করতে দাবি জানান তাঁরা।
এর আগে, গেল বুধবার মাগুরায় এক ভয়াবহ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সারাদেশে নিন্দার ঝড় উঠেছে। মানবাধিকার সংগঠনগুলো দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে। এবং নারী ও শিশুদের নিরাপত্তা আরও কঠোর করার আহ্বান জানাচ্ছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।