পুলিশের মনোবল বাড়াতে যে পরামর্শ দিলেন জুলকারনাইন
রাজীব রায়হান | প্রকাশিত: ৯ মার্চ ২০২৫, ১৫:৫৬

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রায় ভঙ্গুর। রাজধানীসহ সারা দেশ জুড়ে চলছে লুটপাট, ছিনতাই, ডাকাতি, মারামারিসহ ধর্ষণ হত্যা। জন-জীবন হয়ে ওঠেছে আতঙ্কিত। এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কিছু পরামর্শ দিয়েছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে নতুন একটি ধারণা দিয়েছেন আল জাজিরার এই সাংবাদিক। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে জুলকারনাইন বিষয়টির ব্যাখ্যা দেন।
তিনি বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির শোচনীয় অবস্থার মূল কারণ ডিমোরালাইজড পুলিশ বাহিনী। গত ১৬ বছর এই বাহিনীকে যথেচ্ছভাবে নিজেদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে আওয়ামী রেজিম। এই বাহিনীর অধিকাংশ সদস্যের মনোবল এবং কাজ করার স্পৃহা প্রায় শূন্যের কোটায়।
সেই সঙ্গে ব্যাপক রাজনীতিকরণের কারণে অনেকের মাঝেই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার আগ্রহও তেমন নেই। এই উদ্ভট অবস্থায় এই বাহিনীর সদস্যদের মোরাল আপ করার জন্য সরকার পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগও চোখে পড়েনি।
সম্ভব নয়— এই কথাটি আমার ব্যক্তিগত অভিধানে নেই। সে কারণে আমি এমন ধারণা পোষণ করি না যে বাংলাদেশ পুলিশের সদস্যদের মনোবল চাঙ্গা করার কোনো উপায় নেই।
পুলিশ দুর্নীতিগ্রস্ত— এটা একটা প্রতিষ্ঠিত ন্যারেটিভ। কিন্তু আসলেই কি সকল পুলিশ সদস্য দুর্নীতিবাজ? বাহিনীতে সবচাইতে গুরুত্বপূর্ণ সদস্য কনস্টেবলরা আসলেও কতটা দুর্নীতি করতে পারেন? না, আমি তাদের কোনো ক্লিন চিট দিচ্ছি না, কিন্তু সাধারণ পুলিশ সদস্যরা কীভাবে জীবনযাপন করেন সেটা খতিয়ে দেখার সময় এসেছে। আমাদের পুলিশ সদস্যরা সরকারের কাছ থেকে বেতন-ভাতা বাদে তেমন কোনো ইনসেনটিভ পান না।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় যদি দেশের সকল জেলার পুলিশদের মাঝে একটা প্রতিযোগিতামূলক রিওয়ার্ড/পুরস্কারের আয়োজন করা হয় তাহলে কেমন হয়?
সরকার যদি ঘোষণা দেয় দেশের সকল জেলার মধ্য হতে যে জেলায় ক্রাইম সবচাইতে কম হবে, সেই জেলার সকল পুলিশ সদস্যদের বাসস্থান, সন্তানের ভরণপোষণের খরচ এবং বেসিকের ডবল এক মাসের জন্যে প্রদান করা হবে তাহলে কেমন হয়? পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্যে সেরা ১০টি পুলিশ ফাঁড়িকে ২০-২৫ লাখ টাকা প্রদান করার ঘোষণা দেওয়া হয়, তাহলে ব্যাপারটা একেবারে খারাপ হয় না। সংশ্লিষ্টরা ভেবে দেখতে পারেন। পুলিশ সদস্যদের মোটিভেট করা বেশ গুরুত্বপূর্ণ।
বিষয়: পুলিশের মনোবল পরামর্শ জুলকারনাইন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।