বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সাভারে পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে, একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

Nasir Uddin | প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ১২:০২

ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তিনি জানান, মঙ্গলবার (১১ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে আমিনবাজারের পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ৪০০/১৩২ কেবি গ্রিড সাবস্টেশনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে সাভার ও ঢাকার বিভিন্ন ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী, আনসার ও র‍্যাবের সদস্যরা সহযোগিতা করেন। তাদের প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ঢাকার ৪ নম্বর জোনের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, সকাল ৭টার দিকে আমিনবাজার পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। খবর পেয়ে সাভার ও ঢাকার বিভিন্ন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ট্রান্সফরমারের ভেতরে দাহ্য তেল থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত করে পরে জানানো হবে।

পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সহকারী মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) সিজান আহমেদ জানিয়েছেন, আগুনের কারণে সকাল ৭টা ১৫ মিনিট থেকে আমিনবাজার থেকে শুরু করে হেমায়েতপুর চামড়া শিল্প নগরীসহ সাভারের শিমুলতলা এলাকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ শুরুর ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top