মাগুরার সেই শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
Nasir Uddin | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ১৪:০৮

কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেল মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়া। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় সে শেষ নিশ্বাস ত্যাগ করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে জড়িত আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিবৃতিতে এ শোক জানানো হয়।
বিষয়: মাগুরায় ধর্ষণের শিকার শিশু ধর্ষণের শিকার শিশু শিশু আছিয়া ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।