২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
Nasir Uddin | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ১৮:০৩

আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি একটি আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখবেন। বিশ্বের বিভিন্ন দেশের নেতারা সম্মেলনে অংশ নেবেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, এ সফরে চায়নার প্রেসিডেন্ট শি জিং পিংয়ের সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠকের সম্ভাবনা আছে তার। সফরকালে ২৮ মার্চ চীনা প্রেসিডেন্টের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রেস সচিব বলেন, স্বল্পোন্নত (এলডিসি) থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হতে ২০২৬ সালে গ্র্যাজুয়েশন করবে বাংলাদেশ। এর মাধ্যমে দেশের মর্যাদা বৃদ্ধি পাবে৷ বিজনেস সক্ষমতা বাড়বে।
পতিত স্বৈরাচার সরকার ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছে-এ কথা জানিয়ে তিনি আরো বলেন, যেখানে সৌদিআরব সাহায্য করেছে বলা হলেও, সেটা আসলে নিজেদের টাকা করা হয়েছে।
প্রতিটি মসজিদ নির্মাণে ১৭ কোটি টাকা করে খরচ করা হয়েছে, তবে প্রকৃত অর্থে খরচ হয়েছে ৭ থেকে ৮ কোটি টাকা। তাই ধর্ম মন্ত্রণালয় এটা নিয়ে তদন্তে করতে কমিটি গঠন করছে বলেও জানান তিনি।
শফিকুল আলম বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে শূন্যপদে খুব দ্রুত লোকবল নিয়োগের সিদ্ধান্তও হয়েছে৷
মাগুরায় শিশু নিয়ে তিনি বলেন, আমরা সবাই শোকাহত। শিশুটিকে বাঁচাতে আমাদের প্রাণান্তকর চেষ্টা ছিল। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। ধর্ষণ মামলা যেন দ্রুত নিষ্পত্তি হয় সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।
শফিকুল আলম বলেন, জাতিসংঘের মহাসচিব আসছেন এটা দেশের জন্য অত্যন্ত সম্মানের। জাতিসংঘের মহাসচিবের সফরকে কেন্দ্র করে সভা-সমাবেশ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
প্রসঙ্গত: চীনের হাইনান প্রদেশে আগামী ২৫ থেকে ২৮ মার্চ বাউ (বিওএও) ফোরাম ফর এশিয়ার সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটিতে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চীন। এর আগে ২০ থেকে ২৪ জানুয়ারিতে প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সেই সফরের ধারাবাহিকতায় এবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনে যাচ্ছেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।