শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ভারতের সেনাপ্রধান আসলেই কী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন ?

রাজীব রায়হান | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ১৫:২১

ছবি: সংগৃহীত

ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে ঢাকা-দিল্লি সম্পর্ক আবার আগের মতো ঘনিষ্ঠ হবে। আর এমন মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

তবে এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন তুলেছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার। তাদের প্রতিবেদন বলছে, ভারতীয় সেনাপ্রধান এমন কোনো মন্তব্য করেননি।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে, ছড়িয়ে পড়া ভিডিওতে সেনাপ্রধান আসলে বলেননি যে শেখ হাসিনা ফিরলে সম্পর্ক উন্নত হবে। বরং, তিনি বলেছিলেন বাংলাদেশে সরকার বদল হলে ঢাকা-দিল্লি সম্পর্কের পরিবর্তন হতে পারে। মূল বক্তব্যকে বিকৃত করে ভিডিওটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত ভিডিওটিতে একটি জাতীয় দৈনিকের লোগো দেখা গেছে। ওই দৈনিকের ফেসবুক পেজে ১০ মার্চ প্রকাশিত একটি ভিডিও পোস্টের সঙ্গে এই ভাইরাল ভিডিওর মিল রয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে,বাংলাদেশে সরকার বদলালে ঢাকা-দিল্লি সম্পর্ক পরিবর্তন হতে পারে: ভারতীয় সেনাপ্রধান। অর্থাৎ, প্রচারিত দাবিটি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।

গত ৮ মার্চ ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের অনুষ্ঠান ইন্ডিয়া টুডে কনক্লেভে বক্তব্য দেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সেখানে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top