পুলিশের সঙ্গে জরুরি বৈঠকে কী বার্তা দিলেন ড. ইউনূস?
রাজীব রায়হান | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫, ১৪:৪০

সোমবার (১৭ মার্চ) সকাল ১১টা ১৫ মিনিট। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জরুরি বৈঠক। পুলিশের ১২৭ কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, পুলিশ বাহিনী হলো সম্মুখ সারির শক্তি। তাদের অবহেলা করে সুন্দর দেশ গড়া সম্ভব নয়।
ড. ইউনূস বলেন, আইন এবং শৃঙ্খলা সঠিকভাবে প্রয়োগ করলে যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। যদি আইন না থাকে, তবে সরকার, গণতন্ত্র এবং নাগরিক অধিকার কিছুই থাকবে না।
তিনি বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে পুলিশ বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। পুলিশকে আলোময় বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
নির্বাচন যতই ঘনিয়ে আসবে ষড়যন্ত্র ততই তীব্র হবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টা। বলেছেন, পুলিশ বাহিনীকে যুদ্ধাবস্থায় থাকাসহ সতর্ক থাকতে হবে।
ড. ইউনূস বলেন, বাংলাদেশ বিশাল সম্ভাবনাময় দেশ। এটি বাস্তবায়ন করতে হলে আমাদের সতর্ক ও কার্যকরী হতে হবে।
সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বিষয়: প্রধান উপদেষ্টার কার্যালয় জরুরি বৈঠক ড. ইউনূস পুলিশ বাহিনী সম্মুখ সারির শক্তি সরকার আইন নাগরিক অধিকার বাংলাদেশ ষড়যন্ত্র
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।