মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

বাংলাদেশ নিয়ে ঠিক কী বলেছেন তুলসী গ্যাবার্ড? অন্তর্বর্তী সরকারের প্রতিক্রিয়া কী?

রাজীব রায়হান | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ১০:৫৪

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। ভারতের মাটিতে দাঁড়িয়ে সরাসরি আক্রমণ করলেন উগ্রপন্থা সন্ত্রাসবাদের বিরুদ্ধে।

ভারতে গোয়েন্দা সম্মেলনে অংশ নিতে এসে বাংলাদেশ নিয়ে যে তুলসি গ্যাবার্ড আলোচনা করবেন, তা মোটমুটি ধারনা ছিল অনেকের। কোন রাখঢাক না রেখেই কথা বলেছেন তিনি।

বাংলাদেশ নিয়ে প্রশ্ন ওঠে। জবাবে তুলসী বলেন, ইসলামি খেলাফতের আদর্শে শাসনক্ষমতা হাতে নিতে চায় ইসলামি সন্ত্রাসবাদীরা। তারা সহিংস ও সন্ত্রাসবাদী পন্থায় নিজেদের আদর্শ বাস্তবায়ন করতে চায়। কিন্তু  এই আদর্শকে পরাস্ত করতে চায় ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন ।

ইসলামি সন্ত্রাসবাদের বিপদ বাংলাদেশকেও প্রভাবিত করছে বলে মন্তব্য করেন তুলসী গ্যাবার্ড। বলেন, এটা দুর্ভাগ্যজনক। দীর্ঘ সময় বাংলাদেশে হিন্দু, খ্রীষ্টান, বৌদ্ধ, ক্যাথলিক ও অন্যদের ওপর যে ধর্মীয় নির্যাতন, হত্যা ও অত্যাচার চালানো হচ্ছে সেটা আমেরিকার সরকারের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা।

তুলসী বলেছেন, যে আদর্শ থেকে এই ইসলামি সন্ত্রাসবাদের জন্ম, তাকে চিহ্নিত করে পরাস্ত করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প তার অঙ্গীকারে অবিচল। এই আদর্শ যাতে তারা বিশ্বে প্রয়োগ করতে না পারে, সেটাই ট্রাম্প প্রশাসন দেখবে।

এদিকে বাংলাদেশ নিয়ে তুলসী গ্যাবার্ডের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তারা বলেছে, বাংলাদেশ শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত। পাশাপাশি চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।

গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি বলে বিবৃতিতে বলা হয়েছে। তার বক্তব্যে পুরো বাংলাদেশকে অন্যায্য ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে।

তিন দিনের ভারত সফরে এসে এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। গতকাল সোমবার সেটি প্রকাশ করা হয়েছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top