বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

বিধ্বস্ত লুকে দেখা মিলল হাসিনাপুত্র জয়ের! আলোচনার ঝড়

রাজীব রায়হান | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ১৩:১৪

ছবি: সংগৃহীত

দেখা মিলল হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের! কিন্তু তার চেহারা দেখে সবাই অবাক হয়েছেন! শেখ হাসিনা ভারত যাওয়ার পর টানা ভিডিও বার্তা দিয়েছেন জয়। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু গত বছরের ১১ আগস্টের পর চুপ হয়ে যান তিনি। এরপর আর কোথাও দেখা যায়নি তাকে।

কিন্তু এবার দেখা মিললো আওয়ামী লীগের আগামী কান্ডারির । শুধু দেখা নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার একটি ছবি। কিন্তু তার বদলে যাওয়া দেখে নানাজন বলছেন নানা কথা। ভাইরাল হওয়া তার ছবিকে কেন্দ্র করে উঠে এসেছে নানা মন্তব্য।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডালা শপিং সেন্টারে দেখা গেছে জয়কে। ভাইরাল ছবিটি প্রথম পোস্ট করেন প্রবাসী সাংবাদিক ড. কনক সরোয়ার। ছবিটি শেয়ার করে তিনি দাবি করেন, হাসিনা ভারতে যাওয়ার পর জয় নিঃসঙ্গ হয়ে পড়েছেন এবং তার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।

ভাইরাল ছবিটি নিয়ে প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিবসহ অনেকেই মন্তব্য করেছেন। কেউ বলেছেন, জয়কে চিনতে কষ্ট হচ্ছে, কেউ বলেছেন, তার সাদা খোঁচা খোঁচা দাড়ি এবং বিধ্বস্ত চেহারা প্রমাণ করছে, তার জীবন একেবারে বদলে গেছে। দীর্ঘদিনের দাপট ও ক্ষমতার ঔজ্জ্বল্য হারিয়ে ফেলেছেন তিনি।

জয়কে নিয়ে ফেসবুকে আলোচনা শুরু হলে, ছবিটি পপুলার নাউ ট্রেন্ডিং ক্যাটাগরিতে চলে আসে।  হাজারো মানুষ এটি শেয়ার করতে থাকে।

অনেকেই বলছেন, ক্ষমতা হারানোর পর জয় ও তার পরিবারের বাস্তবতা বদলে গেছে। অবৈধ অর্থ, দাপট ও রাজনৈতিক প্রভাব ছাড়া জীবন কতটা কঠিন হয়ে ওঠে, তা তার চেহারাতেই স্পষ্ট। কেউ কেউ এটাকে ভবিষ্যতের জন্য শিক্ষা হিসেবেও দেখছেন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top