দিন দিন বেড়েই চলেছে বাংলাদেশের ভূখণ্ড। আর এভাবেই বদলে যাচ্ছে দেশের মানচিত্র। বঙ্গোপসাগরের বুকে জেগে উঠছে মাইলের পর মাইল ভূখণ্ড। এভাবে বাড়তে বাড়তে একদিন অনেক বড় হবে আমাদের বাংলাদেশ। আর কেন বাড়ছে আয়তন? এই বাড়া-কমার কারণটাই বা কী?
বিজ্ঞানীরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের নীল জলরাশির তলদেশ হবে ‘প্রমিজড ট্রেজার অব দ্য ফিউচার’ বা ‘প্রতিশ্রুত ভবিষ্যৎ সম্পদভাণ্ডার’। বিজ্ঞানীদের এ ধারণার সত্যতাও কিন্তু মিলতে শুরু করেছে।
তবে জানেন কি, ১০ হাজার বছর আগে বাংলাদেশের আয়তন কত ছিল? মাত্র ৫০ হাজার বর্গকিলোমিটার; যা এখনকার তিন ভাগের এক ভাগ। বিশেষজ্ঞরা বলছেন, বছরে ১০ বর্গকিলোমিটার করে বাড়ছে বাংলাদেশ। দ্য ওয়ার্ল্ড ফ্যাক্টবুক ২০২১ অনুসারে, বাংলাদেশের বর্তমান আয়তন ১ লাখ ৪৮ হাজার ৪৬০ বর্গ কিলোমিটার।
অন্যদিকে ব্রহ্মপুত্র, মেঘনা ও পদ্মা নদী দিয়ে ১০০ কোটি টন পলি বঙ্গোপসাগরে পড়েছে। আর এই পরিস্থিতিতে জেগে উঠেছে বায়ান্ন বর্গ কিলোমিটার আয়তনের নতুন চর।
ভাঙাগড়ার খেলা তো চলতেই থাকে। তারপরও প্রতিবছর প্রায় ২০ বর্গ কিলোমিটার আয়তন বাড়ছে বাংলাদেশের মূল ভূখণ্ডের। এটাও বিশেষজ্ঞদের আরেকটা হিসাব। আর এভাবে বাড়তে থাকলে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার চেয়েও একসময় বড় ভূখণ্ড হয়ে উঠবে প্রাণের বাংলাদেশ।
বিশেষজ্ঞদের মতে, গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা নদী ব্যবস্থা প্রতি বছর আনুমানিক ১,০৬০ বিলিয়ন টনের বেশি পলি বঙ্গোপসাগরে ফেলে নতুন ভূখণ্ডের সৃষ্টি করছে। ফলে নির্দ্বিধায় বলতে পারি, বিশ্বের কাছে বঙ্গোপসাগরের ভূ-অর্থনৈতিক গুরুত্ব দিন দিন বাড়ছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।