চীনের কাছ থেকে কী প্রতিশ্রুতি আনবেন ড. ইউনূস এবং কী প্রতিশ্রুতি দিয়ে আসবেন?
রাজীব রায়হান | প্রকাশিত: ২০ মার্চ ২০২৫, ১৬:০০

ভারতে শেখ হাসিনাকে আশ্রয়, সীমান্তে বেড়া নির্মাণ এবং সর্বশেষ মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের কড়া মন্তব্য। ‘ভারতের সুরে’ বাংলাদেশকে নিয়ে কথা বলেছেন মার্কিন গেয়েন্দা প্রধান। বিষয়টি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে আরও প্রভাব ফেলেছে।
ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপড়েন চলার মধ্যেই চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান। সফরে তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার আয়োজন করতে যাচ্ছে চীন। যা বাংলাদেশের জন্য চীনের কূটনৈতিক স্বীকৃতি ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টার অংশ। তবে প্রধান উপদেষ্টার এই সফরের ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা।
আগামী ২৭ মার্চ চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন ড. ইউনূস। বলা হচ্ছে, চীনের কাছ থেকে কূটনৈতিক স্বীকৃতি এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে চায় ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার।
প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ইউনূসের প্রথম চীন সফর। এই সফর এমন সময় হচ্ছে, যখন বাংলাদেশ-ভারত সম্পর্ক উত্তপ্ত। ভারত সরকার শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর তিক্ততা বাড়ছে বাংলাদেশের সঙ্গে। দুই দেশের সম্পর্কের টানাপোড়ন আরও গভীর হয়েছে।
জানুয়ারি মাসের ঘটনা। ভারত বাংলাদেশের সঙ্গে থাকা প্রায় ৪ হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। এমন ঘটনায় উত্তেজনা আরও বাড়ে যায়। তিস্তা নদী ব্যবস্থাপনার বিষয়টিও ইউনূসের সফরে আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।
বিশ্লেষকরা বলছেন, চীনের সমর্থন ইউনূস প্রশাসনের আন্তর্জাতিক কূটনৈতিক গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক হবে। কারণ তার সরকার ডিসেম্বরের সাধারণ নির্বাচনের আগে বৈশ্বিক স্বীকৃতি চাইছে।
বিষয়: চীন প্রতিশ্রুতি ড. ইউনূস অন্তর্বর্তী সরকার প্রধান উষ্ণ অভ্যর্থনা হাইনান প্রদেশ বোয়াও ফোরাম ফর এশিয়া ইউনূসের চীন সফর তিস্তা নদী সীমান্তে কাঁটাতারের বেড়া ড. মুহাম্মদ ইউনূস ভারত সরকার শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় দেওয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।