দেশে আসতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৩

সাতক্ষীরা থেকে:

পাঁচদিন বন্ধ থাকার পর অবশেষে সাতক্ষীরার ভোমরা ও হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হ‌য়ে‌ছে।

শনিবার (১৯ সে‌প্টেম্বর) দুপুর থেকে শুরু হ‌য় আমদানি কার্যক্রম।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয় পূর্ব ঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অপর এক চিঠিতে শর্ত সাপেক্ষে শনিবার থেকে পেঁয়াজ রপ্তানি হবে বলে ভারতীয় সিঅ্যান্ডএফ সূত্রে জানানো হয়।

এদিকে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে আটকে থাকা ২৫৫ ট্রাকের মধ্যে কাগজপত্র প্রস্তুত রয়েছে এমন ভারতীয় পেঁয়াজবাহী মোট ৩২টি ট্রাক শনিবার ভোমরা বন্দরে প্রবেশ করবে বলে জানিয়েছেন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক আমির হামজা।

ভোমরা সিঅ্যান্ডএফ’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, আগের এলসি (আমদানির ঋণপত্র) করা ২৫৫টি পেয়াজ ভর্তি ট্রাক ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে আটকে রয়েছে। এর মধ্যে শনিবার কাগজপত্র প্রস্তুত রয়েছে এমন মোট ৩২টি ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করবে। প্রতি ট্রাকে ২২ থেকে ২৫ টন পেঁয়াজ আমদানি করা হবে বলে। বাকিগুলো পর্যাক্রমে প্রবেশ করবে।

এদিকে, হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে পেঁয়াজ। শনিবার বিকেল সোয়া ৩টায় পেঁয়াজ নিয়ে ভারতীয় ট্রাকগুলো বন্দরের পানামা পোর্টে প্রবেশ করে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, শুধুমাত্র গত ১৪ সেপ্টেম্বরের আগে এলসি করা পেঁয়াজগুলো ভারত সরকার রপ্তানির অনুমতি দিয়েছে। একারণে ২০০ মেট্রিক টন পেঁয়াজ শনিবার হিলি স্থলবন্দর দিয়ে দেশে আমদানি হচ্ছে।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top