কিংবদন্তীর কবি আবু জাফর ওবায়দুল্লাহ জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২১, ২০:১১
‘আমি কিংবদন্তীর কথা বলছি’ শিরোনামের এই কবিতার স্রষ্টা আবু জাফর ওবায়দুল্লাহ’র ৮৮তম জন্মদিন আজ। ১৯৩৪ সালের ৮ ফেব্রুয়ারি বরিশালের বাবুগঞ্জের বাহেরচরের ক্ষুদ্রকাঠি গ্রামে তার জন্ম। তিনি ২০০১ সালের ১৯ মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন।
আবু জাফর ওবায়দুল্লাহ ছিলেন ভাষা আন্দোলন প্রজন্মের কবি। এ কারণে তাঁর কবিতায় সব সময় একজন স্পষ্ট বক্তার উপস্থিতি অনুভব করা যায়। তার দু’টি দীর্ঘ কবিতা ‘আমি কিংবদন্তির কথা বলছি’ এবং ‘বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা’ আধুনিক বাংলা সাহিত্যের ভাণ্ডারে অভূতপূর্ব সংযোজন। ১৯৭৯ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৮৫ সালে একুশে পদক লাভ করেন।
তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- সাত নরী হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তীর কথা বলছি, সহিষ্ণু প্রতীক্ষা, বৃষ্টি এবং সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময়, আমার সকল কথা ও খাঁচার ভিতর অচিন পাখি।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: কিংবদন্তী আবু জাফর ওবায়দুল্লাহ জন্মদিন ভাষা আন্দোলন সাত নরী হার কখনো রং কখনো সুর কমলের চোখ আমি কিংবদন্তীর কথা বলছি সহিষ্ণু প্রতীক্ষা বৃষ্টি সাহসী পুরুষের জন্য প্রার্থনা আমার সময় আমার সকল কথা খাঁচার ভিতর অচিন পাখি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।