করোনা টিকা প্রদানে স্বাস্থ্যমন্ত্রীর নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২১, ২২:৫৩
বয়স ৪০ এর বেশি সকল ব্যক্তি ও ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তির পরিবারসহ যেন করোনাভাইরাসের টিকা গ্রহণ করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিক নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।
নিবন্ধনের শুরু থেকে এ পর্যন্ত নিয়ন্ত্রিত পরিকল্পনার আওতায় সম্মুখসারির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও ৫৫ বছরের ওপর বয়সী সবার জন্য করোনার টিকাদানের নিবন্ধন উন্মুক্ত করা ছিল।
তবে সোমবার (০৮ ফেব্রুয়ারি) এক নতুন সিদ্ধান্তের মাধ্যমে সবার জন্য ওই বয়সসীমা ৫৫ থেকে কমিয়ে ৪০ করা হয়েছে।
এই নির্দেশ কার্যকর হওয়ার পর থেকে সম্মুখসারির মানুষদের পাশাপাশি ৪০ বছরের বেশি বয়সী যেকোনো নাগরিক নিবন্ধন করতে পারবেন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসচিব মো. আব্দুল মান্নান ও এই বিষয়টি নিশ্চিত করেছেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।