এসএসসি রেজাল্ট টুডে! ৩টি পদ্ধতিতে রেজাল্ট দেখুন একদম সহজে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ১২:৫৬

অবশেষে সেই বহুল প্রতীক্ষিত দিন এসে গেছে! ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার, দুপুর ২টায় প্রকাশিত হচ্ছে।
তিনটি পদ্ধতিতে আপনি সহজেই জানতে পারবেন আপনার ফলাফল: আপনি যেতে পারেন www.educationboardresults.gov.bd রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সহজেই জানতে পারবেন ফলাফল। চাইলেই নিজের বোর্ডের ওয়েবসাইটেও ফল দেখা যাবে।
দ্বিতীয়ত – মোবাইলের মাধ্যমে SMS করে: আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন: SSC [স্পেস] বোর্ডের প্রথম ৩ অক্ষর [স্পেস] রোল নম্বর [স্পেস] ২০২৫পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। উদাহরণ: SSC DHA 123456 2025
তৃতীয়ত – সরাসরি প্রতিষ্ঠান থেকে: নিজের স্কুল বা কলেজে গিয়ে নির্ভরযোগ্যভাবে ফলাফল সংগ্রহ করতে পারবেন। ফলে অসন্তুষ্ট হলে হতাশ হওয়ার কিছু নেই। আগামীকাল ১১ জুলাই থেকে শুরু হচ্ছে পুনঃনিরীক্ষণের আবেদন, যা চলবে ১৭ জুলাই পর্যন্ত।
শুধু টেলিটক সিম ব্যবহার করে আবেদন করতে হবে। মেসেজ অপশনে লিখুন: RSC [স্পেস] বোর্ডের ৩ অক্ষর [স্পেস] রোল নম্বর [স্পেস] বিষয় কোড পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। প্রতি বিষয়ের জন্য ফি – ১৫০ টাকা। বিষয় কোড একাধিক হলে কমা (,) দিয়ে আলাদা করতে হবে।
এ বছর পরীক্ষায় অংশ নেয় প্রায় ১৯ লাখ শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র ৯ লাখ ৬১ হাজার এবং ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার। পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল, শেষ হয় ১৩ মে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানালেন—ফলাফল পুরোপুরি সফটওয়্যারনির্ভর, তাই নম্বরের ভুল হওয়ার সম্ভাবনা নেই। তবুও সন্তুষ্ট না হলে, আপনি আবেদন করতেই পারেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।