মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ঠোঁট সুন্দর করতে গিয়ে মুখটাই নষ্ট! উরফি জাভেদের কষ্টের কাহিনি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ১৩:৪৬

ছবি: সংগৃহীত

ঠোঁটের সৌন্দর্য বাড়াতে গিয়ে বিপাকে পড়লেন উরফি জাভেদ। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি—তবে তার পোশাক কিংবা অদ্ভুত সাজ নয়, বরং তার ফোলা ঠোঁট ও মুখ।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেন উরফি, যেখানে তার মুখ ও ঠোঁট অস্বাভাবিকভাবে ফুলে থাকতে দেখা যায়। অনেকেই ধারণা করেছিলেন, এটি হয়তো অ্যালার্জি বা অন্য কোনো শারীরিক সমস্যা। কিন্তু পরে উরফি নিজেই জানান, এটি তার ঠোঁটে পুরোনো ফিলার অপসারণ করার ফল।

উরফির বক্তব্য অনুযায়ী, পূর্বে ঠোঁটে যেসব ফিলার বসানো হয়েছিল, তা সঠিকভাবে বসেনি। তাই তিনি সেই ফিলারগুলো ভাঙিয়ে ফেলার সিদ্ধান্ত নেন। তবে এ প্রক্রিয়াটি ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক।

তিনি সবাইকে সতর্ক করে বলেন, যারা এমন কিছু ভাবছেন, তারা যেন আগেই ভালভাবে চিন্তা করে নেন। এটা কোনো সাজসজ্জার পর্দা নয়, বাস্তব। আমি পুরোনো ফিলার ভাঙিয়ে ফেলছি, কারণ এগুলো আমার মুখের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করছিল।’ — উরফি জাভেদ।

ভারতের ফোর্টিস হাসপাতালের ত্বক বিশেষজ্ঞ ডা. রেশমি শর্মা জানান, যদি ঠোঁটের ফিলার দক্ষ চিকিৎসকের তত্ত্বাবধানে, নিরাপদ পরিবেশে বসানো হয়, তাহলে এর ঝুঁকি কম। কিন্তু যখন ফিলার ভাঙাতে হয়, তখন হায়ালুরোনিডেস নামক এক ধরনের উপাদান ব্যবহার করা হয়, যা ঠোঁটে ব্যথা বা অস্বস্তি তৈরি করতে পারে।

উরফি আরও জানান, ভবিষ্যতে তিনি হয়তো আবার ঠোঁটের যত্ন নেবেন, তবে আর সূচের মাধ্যমে নয়—প্রাকৃতিকভাবে। সৌন্দর্য কখনও কখনও কষ্টের কারণ হতে পারে। উরফির অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয়—সৌন্দর্যের বাইরের চেয়ে ভেতরের শান্তি ও সুস্থতাই সবচেয়ে মূল্যবান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top