উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১৬ — কাঁদছে পুরো দেশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ১৭:০৮

আজ, রাজধানী ঢাকার উত্তরায় নেমে এসেছে এক নির্মম ট্র্যাজেডি। বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি করে। দগ্ধ হয় অসংখ্য শিক্ষার্থী।প্রথমে ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলেই মারা গেছেন একজন। কিন্তু সময়ের সঙ্গে বাড়তে থাকে মৃত্যুর মিছিল।
আজ বিকেলে বার্ন ইনস্টিটিউটে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক সহকারী ডা. সায়েদুর রহমান। তিনি জানান—মোট ১৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে কুর্মিটোলা জেনারেল, সিএমএইচ, ঢাকা মেডিকেল এবং বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বা মৃত অবস্থায় পৌঁছানো রোগী রয়েছেন।
৭০ জনের বেশি আহত, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। তারা এখন বিভিন্ন হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াইয়ে।বাচ্চাটার দুপুরে টিফিন ছিল... কে জানত, এই দুপুরটাই তার জীবনের শেষ দুপুর হবে।
ঘটনার শুরু বেলা ১টা ৬ মিনিটে। উড্ডয়ন করে বিমানটি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ছিন্নভিন্ন করে দেয় শিক্ষার একটি কেন্দ্রকে। বিধ্বস্ত হয় স্কুল ভবনের উপরেই। লেগে যায় আগুন, ছড়িয়ে পড়ে আতঙ্ক।
এই মুহূর্তে রাজধানী জুড়ে শোক আর আতঙ্ক। বিধ্বস্ত পরিবারের কান্না যেন ছুঁয়ে যাচ্ছে পুরো দেশকে।এখনো পর্যন্ত বিমানবাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কারণ জানানো হয়নি। দ্রুত গঠিত হচ্ছে তদন্ত কমিটি। একটি প্রশিক্ষণ একটি বিকেল এবং চিরস্থায়ী হয়ে রইল অনেক পরিবারের কান্না। উত্তরার সেই আকাশ আর আগের মতো রইল না। আমরা শোকাহত। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহতদের জন্য রইল হৃদয়ভরা দোয়া।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।