সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

শাহজালাল বিমানবন্দর থেকে ৬ কেজি সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২১, ২৩:৩৩

ফাইল ছবি

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কেজি সোনা জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা।

আজ মঙ্গলবার শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

শুল্ক গোয়েন্দারা বলছেন, এ ঘটনায় সাত ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুল্ক গোয়েন্দার খুদে বার্তায় জানানো হয়, দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই সোনা আসে। জব্দ সোনার ওজন প্রায় ৬ কেজি।

শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, সোনা জব্দের এই ঘটনায় জড়িত সন্দেহে সাত ব্যক্তিকে আটক করা হয়েছে।

ঘটনার বিস্তারিত বিবরণ ও আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানাননি শুল্ক গোয়েন্দারা।

 

সূত্র: প্রথম আলো



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top