৪০ তম বিসিএস লিখিত পরীক্ষার খাতা পূনর্মূল্যায়নের দাবি

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২১, ১৭:০২

ফাইল ছবি

সম্প্রতি প্রকাশিত ৪০তম বিসিএস লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবিতে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিস্থ সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন কয়েকজন প্রার্থী।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ঢাবির সাবেক শিক্ষার্থী জুবায়ের আহমেদ, ইডেন কলেজের জীবন আক্তার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আবু ফজল।

অনশনকারীদের অভিযোগ, ওএমআর ওভারল্যাপিং অথবা টেকনিক্যাল ত্রুটির কারণে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলে অনেক ভালো ফলপ্রত্যাশীরাও অপ্রত্যাশিতভাবে বাদ পড়েছেন। আমরা এক হাজারের ওপর শিক্ষার্থী খুব আশাবাদী থাকা সত্ত্বেও বাদ পড়ে গেছি, যা কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না।

আমরা সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) কোন দায় দিচ্ছি না, টেকনিক্যাল ত্রুটি বা সফটওয়্যারজনিত সমস্যার কারণে আমাদের ফলাফলে কোনো সমস্যা হতে পারে তাই আমরা পুনর্মূল্যায়ন দাবি করছি।

তার আরও বলেন, আমরা পিএসসির সামনে, প্রেসক্লাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছি। পিএসসি কর্তৃপক্ষের কাছে এ আবেদনপত্রও দাখিল করেছি। কিন্তু কর্তৃপক্ষ থেকে আমরা কোনো সাড়া পাচ্ছি না। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে আমরণ অনশন অব্যাহত রাখব।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top