ডিপিইর ওয়েবসাইট নকল: প্রতারক চক্রের প্রধান আসামি গ্রেপ্তার

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২১, ২০:০৬

ফাইল ছবি

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করতে নকল ওয়েবসাইট খুলে ওয়েবসাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের ছবি ব্যবহার করে তথ্য আহ্বান করেছে একটি প্রতারক চক্র। এই চক্রের প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি রুহুল আমিন পটুয়াখালীর বাসিন্দা।

বুধবার (১০ জানুয়ারি) সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে আমরা জিডি করেছিলাম। ওটার ভিত্তিতে দায়ী ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। তার বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা করা হয়েছে।’

এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত জানান, র‍্যাব আসামিকে আটক করেছে। সে এখন পুলিশ হেফাজতে আছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়, একটি অসাধু চক্র প্রধানমন্ত্রী এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের ছবি ব্যবহার করে www.bprimaryschool.org নামে একটি নকল ওয়েবসাইট খুলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের জন্য তথ্য আহ্বান করেছে। এই ওয়েবসাইটের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কোনো সম্পর্ক নেই। এছাড়া এই নকল ওয়েবসাইটের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top