আজ কবি আসাদ চৌধুরীর জন্মদিন

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২১, ১৮:২৯

কবি আসাদ চৌধুরী

আজ কবি আসাদ চৌধুরীর জন্মদিন। ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামে তার জন্ম। বাবা মোহাম্মদ আরিফ চৌধুরী এবং মা সৈয়দা মাহমুদা বেগম।

পড়ালেখা প্রবেশিকা ঢাকায়। উচ্চমাধ্যমিক বরিশালে। স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপর ব্রাহ্মণবাড়িয়ায় কলেজে শিক্ষকতা, পরে ঢাকায় বিভিন্ন খবরের কাগজে সাংবাদিকতা করেছেন।

১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত তিনি ভয়েজ অব জার্মানির বাংলাদেশ সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এরপর বাংলা একাডেমিতে দীর্ঘকাল চাকরির পর তিনি এর পরিচালক হিসেবে অবসর নেন।

সাহিত্যের বিভিন্ন শাখায়ই তার পদচারণা। কবিতা ছাড়াও তিনি বেশ কিছু শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী ইত্যাদি রচনা করেছেন। কিছু অনুবাদকর্মও তিনি সম্পাদন করেছেন। চমৎকার উপস্থাপনা ও আবৃত্তির জন্যও তিনি জনপ্রিয়।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top