৭০ জনের টিকার বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২১, ১৯:৫১

ছবি: সংগৃহীত

সারাদেশে টিকা গ্রহীতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৭০ জন। এখন পর্যন্ত এইএফআই রিপোর্ট দাখিল করেছেন ২৫০ জন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত সারাদেশে এইএফআই রিপোর্ট দাখিল করা ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৭৬ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, রংপুর বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ৩৫ জন, বরিশাল বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ১০ জন রয়েছেন।

রাজধানীসহ সারাদেশের ৪৬টি সরকারি হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে সর্বমোট ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ১১ হাজার ৬৯১ জন ও নারী ৪৬ হাজার ৭৬০ জন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top