সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

খালেদা জিয়া, জোবাইদা-জাইমা: রাজনীতিতে পরিবার নিয়ে তারেক রহমানের বার্তা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১৭:১৭

সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি নেতা তারেক রহমান কথা বলেছেন দলের ভবিষ্যৎ নেতৃত্ব ও আগামী নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা নিয়ে। বিবিসি বাংলার পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, আসন্ন জাতীয় নির্বাচনে খালেদা জিয়া কোনো ভূমিকায় থাকবেন কিনা।

উত্তরে তারেক রহমান বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠার ক্ষেত্রে খালেদা জিয়ার অবদান অনেক। মিথ্যা মামলায় তাকে জেলে নেওয়া হয় এবং সুস্থ মানুষ অসুস্থ হয়ে ফিরে আসেন।

তিনি বিশ্বাস করেন, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসেবে যে নির্বাচন আসছে, শারীরিক সক্ষমতা থাকলে সাবেক প্রধানমন্ত্রী তাতে নিশ্চয়ই কিছু না কিছু ভূমিকা রাখবেন।

তবে তিনি নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন কিনা—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, এটি আমি এখনো বলতে পারছি না। তাঁর শারীরিক সক্ষমতার ওপর বিষয়টি কিছুটা হলেও নির্ভর করছে।

বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে পরিবারের প্রভাব কতটা থাকবে? এই বিষয়ে তারেক রহমান একটি কৌশলী জবাব দেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, রাজনীতিবিদদের সন্তানরা সবসময় রাজনীতিতে সফল হয় না। তিনি নিজে মিথ্যা মামলা, শারীরিক নির্যাতন ও জেল-জুলুমের প্রতিটি স্তর পার করেছেন।

তিনি বলেন, রাজনীতি পরিবারকরণ হয় না। এটি সমর্থনের ভিত্তিতে হয়। জোবাইদা রহমান বা জাইমা রহমান রাজনীতিতে আসবেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় পরিস্থিতি বলে দেবে ওটা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top