বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

এনসিপির পর জামায়াতের সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৮:৫১

সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের বৈঠক চলছে। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টার পর রাজধানীর রাষ্টীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

‎এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং খালেদ সাইফুল্লাহ।

‎বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সামান্তা শারমিন জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে ‘জুলাই সনদের’ আইনি ভিত্তি, জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ, প্রশাসনিক কাঠামো এবং ‘শাপলা’ প্রতীক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে।

‎এদিকে, এনসিপির সঙ্গে বৈঠকের পর সন্ধ্যা ৬টায় জামায়াতে ইসলামীর সঙ্গেও বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এই আলোচনাও অনুষ্ঠিত হবে রাষ্টীয় অতিথি ভবনে।

‎‎এর আগে, গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। সেই বৈঠকে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ।

‎বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এই বৈঠকগুলোকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top