নির্বাচনের আগে প্রশাসনে ভাগ-বাটোয়ারা করছে বড় দলগুলো: নাহিদ ইসলাম
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ২০:০৪

বড় রাজনৈতিক দলগুলো আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন পদে নিজেদের মতো করে ভাগ-বাটোয়ারা শুরু করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদমাধ্যমকে এসব কথা জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, "বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত, তারা নিজেদের মধ্যে প্রশাসন, এসপি, ডিসি—এসব ভাগ-বাটোয়ারা করছে। এমনকি নির্বাচনের জন্য তালিকাও তৈরি করে সরকারকে দিচ্ছে, আর উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও তাদের সহযোগিতা করা হচ্ছে।"
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও নিরপেক্ষ আচরণ করছে না। বরং কোনো কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কার্যক্রমের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে বলেও জানান নাহিদ ইসলাম।
এছাড়া সম্প্রতি প্রস্তাবিত ‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, “এই সনদ শুধু কাগুজে মূল্য নয়, এটি কীভাবে বাস্তবায়ন হবে—সেই নিশ্চয়তা পেলেই এনসিপি এতে স্বাক্ষর করবে।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।