বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

নির্বাচনের আগে প্রশাসনে ভাগ-বাটোয়ারা করছে বড় দলগুলো: নাহিদ ইসলাম

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ২০:০৪

সংগৃহীত

‎বড় রাজনৈতিক দলগুলো আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন পদে নিজেদের মতো করে ভাগ-বাটোয়ারা শুরু করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

‎বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদমাধ্যমকে এসব কথা জানান তিনি।

‎নাহিদ ইসলাম বলেন, "বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত, তারা নিজেদের মধ্যে প্রশাসন, এসপি, ডিসি—এসব ভাগ-বাটোয়ারা করছে। এমনকি নির্বাচনের জন্য তালিকাও তৈরি করে সরকারকে দিচ্ছে, আর উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও তাদের সহযোগিতা করা হচ্ছে।"

‎তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও নিরপেক্ষ আচরণ করছে না। বরং কোনো কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে।

‎বৈঠকে এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কার্যক্রমের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে বলেও জানান নাহিদ ইসলাম।

‎এছাড়া সম্প্রতি প্রস্তাবিত ‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, “এই সনদ শুধু কাগুজে মূল্য নয়, এটি কীভাবে বাস্তবায়ন হবে—সেই নিশ্চয়তা পেলেই এনসিপি এতে স্বাক্ষর করবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top