নির্বাচনে পুলিশের ভূমিকা: 'নিরপেক্ষতা ও আস্থা রক্ষার প্রতীক' হতে নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৮:০৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকাকে 'অত্যন্ত গুরুত্বপূর্ণ' বলে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (সোমবার) পুলিশ সদর দপ্তরে বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের জনগণ ও সব মহলের প্রত্যাশা পূরণের সবচেয়ে বড় দায়িত্ব পুলিশের কাঁধে। পুলিশ সদস্যদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে—নির্বাচনী মাঠে তারা যেন কোনো রাজনৈতিক দলের পক্ষাবলম্বন না করেন বা নিজেকে রাজনৈতিক কর্মী না ভাবেন। তারা হবেন গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ফ্যাসিস্টদের তালিকা পুলিশের কাছে রয়েছে। এদের অপকর্ম, অপপ্রচার ও ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেপ্তার বাড়াতে হবে। তবে তিনি কঠোরভাবে সতর্ক করেন—যেন কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হয়।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি তাঁর আহ্বান: যারা পেশাদারত্ব ও শৃঙ্খলা মানেন না বা রাষ্ট্রের প্রতি অসম্মান প্রদর্শন করেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে। জনগণের আস্থা অর্জনে পুলিশকে সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রাখতে হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।