’মাস্ক পরা ভুলে গেলে চলবে না’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২১, ০২:২৮

’মাস্ক পরা ভুলে গেলে চলবে না’

সময়ের সঙ্গে মানুষের মনোভাব এখন বদলেছে। প্রতিদিন এখন ২ লাখ লোক টিকা গ্রহণ করছে। এ টিকা সবচেয়ে নিরাপদ টিকা। এ টিকার মাধ্যমেই আমরা করোনাকে দুর করবো। করোনা কিন্তু এখনই চলে যাচ্ছে না। মাস্ক পরার বিষয়টি ভুলে গেলে চলবে না। এমনটাই বললেন স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের খানপুর এলাকায় ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল (করোনা ডেডিকেটেড হাসপাতাল) পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা অনেক দেশ থেকে ভালো আছি। আশে পাশের অনেক দেশ এখনো তারা লকডাউন খুলতে পারে নাই। ইউরোপ, অ্যামেরিকা লকডাউনে আছে। তাদের অর্থনীতি ধ্বংস প্রাপ্ত। কিন্তু বাংলাদেশ প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেক ভালো আছে। সকলেই কাজ কর্ম করে খেতে পারছে। ব্যবসা বাণিজ্য চলছে কারণ করোনা নিয়ন্ত্রণে আছে।

মন্ত্রী আরো বলেন, ‘এ হাসপাতালটি আমরা ঘুরে দেখলাম। এখানে করোনার টিকা খুবই সফল ভাবে দেয়া হচ্ছে। প্রত্যেকদিন প্রায় দেড় হাজার লোককে টিকা দেয়া হচ্ছে। করোনার উৎপত্তি কিন্তু এ নারায়ণগঞ্জ থেকেই হয়েছিলো। আমি সারা দেশের সাথে কথা বলতাম ও খোঁজ নিতাম। দুটি জায়গা থেকে বেশি করোনা ছড়িয়েছে এর একটি নারায়ণগঞ্জ ও গাজীপুর এবং ঢাকা শহর থেকেও ছড়িয়েছে। কাজে এটি একটি করোনার সেন্টার ছিলো। কিন্তু আনন্দের বিষয় যেটা করোনার সেন্টার ছিলো এ জায়গাটাই এখন প্রায় করোনা মুক্ত।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top