স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির প্রথম ফ্লাইট শুরু
লেবানন থেকে দেশে ফিরছেন ৪৩২ বাংলাদেশি
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২১, ১৬:৩১
লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন ৪৩২ বাংলাদেশি। বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা পৌঁছাবেন।
বৈরতের বাংলাদেশ দূতাবাস জানায়, লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির প্রথম ফ্লাইট শুরু হয়েছে।
বাংলাদেশ দূতাবাস বৈরুতের তত্ত্বাবধানে ৪৩২ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের চার্টার্ডকৃত বিমানটি (বোয়িং-৭৭৭) ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১০টায় বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: লেবানন ৪৩২ বাংলাদেশি বিমান বাংলাদেশ প্রথম ফ্লাইট শুরু আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।