বৃহঃস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

সনদ লঙ্ঘন! ইউনূসের ভাষণ নিয়ে প্রশ্ন তুললেন বিএনপির সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৮:০১

সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন—প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টা জুলাই সনদের মূল দলিল থেকে বহু দূরে সরে গিয়েছেন। তিনি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ-২০২৫ অনুমোদন করলেও, এটি স্বাক্ষরিত সনদের পরিপন্থী।

তিনি প্রশ্ন তোলেন, ভাষণে উল্লিখিত ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের সিদ্ধান্তটি নতুনভাবে আরোপ করা হয়েছে। এই বিষয়ে ঐকমত্য কমিশনে কোনো আলোচনা বা ঐকমত্য হয়নি—যা সনদের মূল স্পিরিট ভঙ্গ করে।

সবচেয়ে গুরুতর প্রশ্নটি হলো আদেশের আইনি বৈধতা নিয়ে। সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান মতে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা থাকলেও কোনো আদেশ জারির ক্ষমতা নেই। ফলে এই আদেশের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। বিএনপির এই প্রভাবশালী নেতা স্পষ্ট জানিয়ে দিলেন, এই আদেশের বৈধতা বিচার বিভাগ বলতে পারবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top