খালেদা জিয়া সিসিইউতে: রিজভীর 'বিভ্রান্তি' না ছড়ানোর অনুরোধ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৮:০৭
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে চলমান উদ্বেগের মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা নিয়ে যেন কোনো বিভ্রান্তি না ছড়ানো হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার এক দোয়া মাহফিলে সবশেষ আপডেট দেন। তিনি নিশ্চিত করেছেন, "খালেদা জিয়া সিসিইউতে আছেন। আগের মতো আজও তার চিকিৎসা চলছে। এটাই সবশেষ আপডেট।" তিনি আরও বলেন, যদিও তিনি গুরুতর অসুস্থ, কিন্তু গতকাল পর্যন্ত যে শারীরিক অবস্থায় ছিলেন, আজও তিনি সে রকমই আছেন।
রিজভী স্পষ্ট জানান, নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সেগুলোতে কেউ যেন কান না দেয়। এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের বক্তব্যের পর উদ্বেগ বাড়ে। তাই দলটির পক্ষ থেকে সতর্কতা জারি করে বলা হয়—খালেদা জিয়ার শারীরিক অবস্থার তথ্য এখন থেকে কেবল ডা. এজেডএম জাহিদ হোসেন এবং রুহুল কবির রিজভী জানাবেন।
৮১ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা অসুস্থতায় ভুগছেন। গুরুতর শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত ২৩ নভেম্বর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রিজভী দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।