ইতিহাসে প্রথম: ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৯:০৮
বাংলাদেশের আদালতে ইতিহাস সৃষ্টি হলো! এই প্রথম কোনো ব্রিটিশ এমপিকে কারাদণ্ড দেওয়া হলো। লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে দুর্নীতি মামলায় দুই বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত-৪।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপকে এই দণ্ড দেওয়া হলো রাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগে। ক্ষমতার অপব্যবহারের এই মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় টিউলিপসহ মোট ১৭ জনের বিরুদ্ধে রায় দেওয়া হয়।
শুধু টিউলিপ সিদ্দিক নন, একই মামলায় তার খালা শেখ হাসিনাকে ৫ বছর এবং মা শেখ রেহানাকে ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এটি জুলাই গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে ধারাবাহিক রায়ের একটি অংশ।
দুর্নীতির অভিযোগ টিউলিপের পিছু ছাড়ছে না। এর আগে লন্ডনে ৭ লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাট 'উপহার' পাওয়ার ঘটনা নিয়ে সমালোচনার মুখে তিনি সিটি মিনিস্টারের পদ থেকে ইস্তফা দেন। এছাড়াও, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগও তার বিরুদ্ধে ওঠে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।