৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১২:১৬

সংগৃহীত

অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে ৯টি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা অবনতির দিকে যাওয়ায় এবং অনিয়ম, দুর্বল শাসনব্যবস্থা ও সংকট চিহ্নিত হওয়ায় বছরের শুরুতেই প্রতিষ্ঠানগুলোকে ‘লাল তালিকাভুক্ত’ করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে প্রায় ১৫ হাজার ৩৭০ কোটি টাকা আটকে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বন্ধের প্রক্রিয়ায় আমানতকারীদের অর্থ পরিশোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এ জন্য সরকার মৌখিকভাবে ৫ হাজার কোটি টাকার সহায়তা দিতে সম্মতি জানিয়েছে।

বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—এফএএস ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং।

দীর্ঘদিনের আর্থিক সংকট ও অনিয়ম পরিস্থিতিকে চূড়ান্তভাবে এই সিদ্ধান্তে নিয়ে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top