১০ ফেব্রুয়ারি ভোটের ইঙ্গিত ইসির; বাড়ছে ভোটের সময়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সম্ভাব্য তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।
ইসি আনোয়ারুল মঙ্গলবার জানিয়েছেন, ফেব্রুয়ারির ৮ থেকে ১২ তারিখের মধ্যে নির্বাচন ও গণভোট হতে পারে। তবে তিনি বিশেষভাবে ইঙ্গিত দিয়েছেন ১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার তারিখটির দিকে।
তবে এবার শুধু তারিখ নয়, ভোটের সময় নিয়েও আসছে বড়সড় পরিবর্তন। সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় কমিশন ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়ে ৯ ঘণ্টা করার কথা ভাবছে। এক্ষেত্রে ভোটগ্রহণ শুরু হতে পারে সকাল ৮টার বদলে সাড়ে ৭টায় এবং শেষ হবে বিকেল ৪টার বদলে সাড়ে ৪টায়। একইসাথে গোপন কক্ষের সংখ্যাও বাড়ানো হবে।
জাতীয় নির্বাচনের তফসিল ও ভোটের চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য আগামী রোববার, ৭ ডিসেম্বর, কমিশন সভা অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১১ ডিসেম্বর, বৃহস্পতিবারের দিকে তফসিল ঘোষণা করা হতে পারে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।